এবার মাদককাণ্ডে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ২টা নাগাদ তাকে এনসিবির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) এনসিবি’র কয়েক জন কর্মকর্তা মুম্বইয়ের আন্ধেরি এলাকায় তল্লাশি চালিয়েছেন। তাদের দাবি, মাদককাণ্ডে জেরা করে এক অভিযুক্তর কাছ থেকে যা তথ্য মিলেছে, তার ভিত্তিতে এই তল্লাশি করা হয়েছে। তারই অংশ হিসেবে অনন্যার বাড়িতে যায় এনসিবি।
Leave a reply