ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। শুরু হয়েছে সকাল ১১টায়, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
‘গ’ ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে লড়ছেন ২৭ হাজার ৩৭৪ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২২ জন। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে একযোগে ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
‘গ’ ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হচ্ছে। সেখানে মূল পরীক্ষায় ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে। মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত। উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পাচ্ছেন শিক্ষার্থীরা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ নেই। আগামীতেও ঢাকার বাইরের কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।
ইউএইচ/
Leave a reply