ম্যাশও মনে করেন ওটা ‘নো বল’ই ছিল

|

নিদাহাস কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ‘অঘোষিত সেমিফাইনালে’ শেষ ওভারে ছড়ায় উত্তেজনা। মোস্তাফিজকে পর পর দু’বলে বাউন্সার দেন লঙ্কান বোলার উদানা। নিয়ম অনুযায়ী দ্বিতীয় বাউন্সারটি ‘নো’ হবার কথা। কিন্তু আম্পায়াররা বিষয়টি এড়িয়ে গেলে সৃষ্টি হয় উত্তেজনা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজারও বিশ্বাস, দ্বিতীয় বলটা ‘নো’ ছিল। তবে, দলের আচরণ আরেকটু সংযত হতে পারতো বলেও মনে করেন তিনি।

শনিবার গণমাধ্যমের সাথে আলাপচারিতার সময় মাশরাফী বলেন, মাঠে এমন মোমেন্টে অনেক কিছুই হতে পারে। ‘নো বল’টা আমাদের পক্ষে আসতে পারতো।

তখনকার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ম্যাশ বলেন, হয়তো আমরা আরেকটু সংযত হলে ভালো হতো। কিন্তু হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে ব্যাপারটা। এগুলো নিয়ে বেশি কথা বলার কিছু নেই।

মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন মাশরাফী, রিয়াদ অসাধারণ ব্যাটিং করেছে।

মাশরাফির মতে, নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচই টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা পারফরম্যান্স বলে উল্লেখ করে ম্যাশ বলেন, মুশফিক আগের ম্যাচ জেতালো, আর কাল রিয়াদ জয় এনে দিলো। তামিমের অবদান কম নয়, আগের ম্যাচে লিটনেরও অবদান ছিল। কাল তামিম আউট না হলে আরও আগেই আমরা জিততে পারতাম।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply