স্বামীর সাথে অভিমান, বাড়ি থেকে বের হয়ে গণধর্ষণের শিকার নববধূ

|

ছবি: সংগৃহীত।

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরের বদরগঞ্জে এক নববধূকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে থানায়। এ ঘটনায় আকরাম নামের এক তরুনকে গ্রেফতার করে বুধবার (২৭ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, স্বামীর সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়েই গণধর্ষণের শিকার হন ওই নারী। এরই মধ্যে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলা ও প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনার
শিকার গৃহবধুর (২০) পিতা ও স্বামীর রংপুর সদর কোতয়ালী থানার মমিনপুরের অধিবাসী। মাস
ছয়েক আগে বিয়ে হয় বদরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ওই তরুণীর।

গত ২৪ অক্টোবর দুপুরে স্বামীর সাথে মনোমামালিন্যের জেরে অভিমান করে বাড়ি
থেকে বের হয়ে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন দিয়ে ঘোরাফেরা করছিলেন তিনি। এ সময় দুই তরুণ তার পিছু নেয়।

ওসি হাবিবুর রহমান আরও জানান, প্রথমে ওই দুই তরুণের সাথে পরিচয় হয় ওই তরুণীর। একসাথে একটি হোটেলে দুপুরের খাবারও খান তারা। তবে বিকেল চারটার দিকে পায়ে হেটে আবারও বাড়ি ফিরতে থাকলে তাকে কৌশলে এরশাদ ব্রীজের নিকটস্থ পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ওই দুই তরুণ।

সেখানে সন্ধা ৬টা পর্যন্ত পালাক্রমে ওই তরুণীকে ধর্ষন করে তারা। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। ছিনিয়ে নেয়া হয় গৃহবধূর কাছে থাকা ৯৫০ টাকা, মুঠোফোন সেট ও কানের স্বর্ণের দুল।

ওসি জানান, এ ঘটনায় মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু
নির্যাতন দমন আইনে থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পরপরই পুলিশ পৌর এলাকা
থেকে আকরাম হোসেন (২৪) নামের অভিযুক্ত এক তরুণকে গ্রেফতার করে। অন্য
অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply