ভারতের মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক মামলায় গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আরিয়ান খান জামিন পেলেও জেল থেকে বেরিয়েও বেশ কয়েকটি কাজ করতে পারবেন না তিনি।
ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, বিদেশ ভ্রমণ, দেশের ভেতরেই ঘুরতে যাওয়া, মামলার বিষয়ে গণমাধ্যমে বিবৃতি, সহ-অভিযুক্তদের সাথে যোগাযোগ, প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা ও তদন্তে অসহযোগিতা না করা সহ কয়েকটি শর্ত মেনে চলতে হবে আরিয়ানকে।
উল্লেখ্য, মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর ৩ অক্টোবর তাকে গ্রেফতার দেখায় সংস্থাটি।
Leave a reply