ব্যাটিং অর্ডারে পরিবর্তনেও এড়ানো গেলো না চেনা বিপর্যয়

|

ওপেন করেও দলকে ভালো সূচনা এনে দিতে পারলেন না সাকিব। ছবি: সংগৃহীত

শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়া করতে গিয়ে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেও পাল্টানো গেল না শুরুর বিপর্যয়। পাওয়ার প্লেতে দুই ওপেনার হারানোর চেনা ধস আবারও এড়াতে পারলো না বাংলাদেশের টপ অর্ডার।

৪ ওভারের মধ্যেই সাকিব আল হাসান ও নাঈম শেখের বিদায়ে টপ অর্ডার থেকে ভালো সূচনার আশা চলতি বিশ্বকাপে অচেনাই থেকে গেল বাংলাদেশের জন্য। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে জয় তুলে নিয়ে হারের বৃত্ত ভাঙার সম্ভাবন জাগিয়েছিল বোলাররা। কিন্তু রাসেলের বলে টাইমিংয়ে গড়বড় করে বড় মঞ্চের পরীক্ষিত পারফর্মার সাকিব ফিরে গেলে আবারও ভালো সূচনার আশা দূরেই থেকে যায় টাইগারদের। পরের ওভারে জেসন হোল্ডারের বলে ইনসাইড এজে বোলদ হন নাঈম।সাকিবের ৯ এবং নাঈমের ১৭ রানের চেয়েও বড় স্কোরের আশা করেছিল বাংলাদেশের ক্রিকেটামোদীরা।

ক্রিজে এখন আছেন লিটন দাস এবং সৌম্য সরকার। অফফর্মে থাকা এই দুই ব্যাটারের লড়াইয়ের সময় শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রান। জয়ের জন্য মাহমুদউল্লাহর দলের দরকার ৭২ বলে ১০০ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply