টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

|

টেকনাফে ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৩০ অক্টোবর) ভোর রাত আড়াইটার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীন শাহপরীরদ্বীপ বিওপি’র জওয়ানরা জালিয়াপাড়া এলাকায় বেড়ীবাঁধের উপর থেকে ইয়াবা গুলি উদ্ধার করেন।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ২ জন মাদক পাচারকারীকে ১টি হস্তচালিত কাঠের নৌকাযোগে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে থাকে। এ সময় বিজিবি জওয়ানরা নৌকাটিকে চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উদ্ধারকৃত ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর হতে তিন কোটি মূল্যমানের এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

তিনি বলেন, পরবর্তীতে অভিযান পরিচালনা করা হলেও কোনো পাচারকারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোনো অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারিদের শনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply