হাবিবুল বাশারের পর উইকেট নিয়ে মুখ খুললেন তাসকিন

|

হারের কারণ হিসেবে পরোক্ষভাবে বাংলাদেশের উইকেটকে দুষলেন নির্বাচক ও ক্রিকেটার।

হাবিবুল বাশার সুমনের পর এবার বিশ্বকাপ প্রস্তুতির উইকেট নিয়ে মুখ খুললেন পেসার তাসকিন আহমেদ। বললেন, ভবিষ্যতে ভালো উইকেটে খেললে ফল যাই হোক, বড় ইভেন্টগুলোতে সুবিধা হবে। তাই বিশ্বকাপ ব্যর্থতার পর এবার ঘরোয়া ক্রিকেটেও ভালো উইকেটের প্রত্যাশা তাসকিনের। এতে বোলাররা যেমন চ্যালেঞ্জ নেবে, তেমনি ভালো করবে ব্যাটাররা।

প্রতিশ্রুতির ফুলঝুরিতে দীর্ঘদিন ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেটের আশায় বুক বাধলেও বারবার নিরাশ হতে হয়েছে সংশ্লিষ্টদের। দেশের মাটিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো-টার্নিং উইকেটের সুবিধা নিয়ে সিরিজ জেতায় উইকেট নিয়ে আলোচনা সমালোচনা হলেও নীরব ছিলেন অনেকে। আবার পক্ষেও সাফাই গান ক্রিকেটার থেকে শুরু করে ম্যানেজমেন্ট। উইন্ডিজের বিপক্ষে হারের পর উইকেট নিয় মুখ খোলেন নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

হাবিবুল বাশার বলেন, আমাদের ঘরোয়া ক্রিকেটের উইকেটের অনেক উন্নতি করতে হবে যেখানে ১৮০-২০০ রান হবে নিয়মিত। ঘরোয়া ক্রিকেটে আমরা এমন স্পোর্টিং উইকেট খুব একটা পাই না। তবে ধারাবাহিকভাবে এমনটা হলে আমাদের পাওয়ার হিটার যেমন তৈরি হবে তেমনি পাওয়ার প্লে এবং ডেথ ওভারের সুবিধাও আমরা নিতে শিখবো।

সুপার টুয়েলভে এবার টাইগারদের জুটেছে টানা ৪র্থ হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভাগ্য বদলাতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আগে কি তবে ভুল ছিল দেশের মাটিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উইকেট নির্বাচন, প্রশ্নটা উঠছে জোরেশোরে।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ নজর কেড়েছেন দুর্দান্ত গতির বোলিং এবং আকর্ষণীয় ইকোনমি রেটের জন্য। তিনিও মুখ খুলেছেন উইকেট নিয়ে। বলেছেন, যতো ভালো উইকেটে খেলা হবে বোলারদের জন্যও চ্যালেঞ্জ বাড়বে। আর সবার জন্যই ভালো হবে সেটা। সুতরাং, ভালো উইকেটে খেললে ফলাফল যেমনই আসুক, বৈশ্বিক টুর্নামেন্টে আমাদের পারফরমেন্স আরও ভালো হবে।

স্লো টার্নিং উইকেটের বদলে ঘরোয়া ক্রিকেটে আরও ভালো উইকেটের প্রত্যাশা তাসকিনের। যেখানে বোলাররা বাড়তি চ্যালেঞ্জ নিয়ে হয়ে উঠবেন দক্ষ। সাথে ব্যাটসম্যানরাও পাবেন সুফল।

তাসকিন বলেন, এখানকার সব ম্যাচের উইকেটই বেশ স্পোর্টিং, আমাদের মিরপুরের উইকেট থেকে অনেকটাই ভিন্ন। ভবিষ্যত নিয়ে এই আশা করি যে, ভালো উইকেটে খেলা হলে আমাদের ব্যাটিং ও বোলিং দুই জায়গায়ই উন্নতি হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেস সহায়ক স্পোটিং উইকেটে তাসকিন-শরিফুল আধিপত্য দেখালেও মাত্র ২ পেসার নিয়ে কেন মাঠে নামলেন কোচ রাসেল ডমিঙ্গো, সেই প্রশ্নের উত্তর জানা নেই তাসকিনেরও। তিনি বলেন, একাদশ সাজানোর বিষয়টি আমাদের হাতে নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply