অবশেষে শুরু হচ্ছে পরাশক্তি দেশগুলোর সাথে ইরানের পরমাণু আলোচনা। আগামী ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হবে এই বৈঠক।
বুধবার (৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। তেহরানের পরমাণু আলোচনায় নেতৃত্ব দেবেন তিনি।
আলি বাঘেরি কানি জানান, বৈঠকের মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়নের এনরিক মোরার সাথে ফোনালাপে ঠিক করা হয়েছে তারিখ। এক টুইটবার্তায় বাঘেরি বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যেই আলোচনায় অংশ নিতে রাজি হয়েছেন তারা। ছয় দফায় বৈঠক হবে চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সাথে। যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেবে পরোক্ষভাবে। জুন পর্যন্ত চলবে এসব বৈঠক।
তেহরানের পক্ষ আরও থেকে বলা হয়, ট্রাম্প প্রশাসন থেকে যত ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সবগুলো তুলে নিতে হবে।
ইইউ জানায়, ইরানের সাথে ছয় বিশ্বশক্তির জেসিপিওএ চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনা’সহ চুক্তি কার্যকর করাই তাদের লক্ষ্য।
Leave a reply