নারী বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা

|

ফাইল ছবি।

আইসিসির নারী বিশ্বকাপের কোয়ালিফায়ার ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা নারী দলের।

নতুন অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। বাকিরা হলেন মুর্শিদা, তাসনিয়া, ফারজানা, রুমানা, রিতু মণি, নাহিদা, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, ফারিহা, সুপ্তা, মোস্তারি, খাদিজা-তুল কুবরা ও মেঘলা। স্ট্যান্ডবাই আছেন শামিমা সুলতানা ও সুরাইয়া আজমিম।

আগামী ২১ নভেম্বর থেকে জিম্বাবুয়ের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। এর আগে স্বাগতিকদের বিপক্ষে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ১১ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এরপর ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। প্রথম দিনই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply