ফিলিস্তিনিদের ইসরায়েলবিরোধী পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক!

|

ইসরায়েল সরকারের চাপের মুখে ফিলিস্তিনিদের করা ইসরায়েলবিরোধী রাজনৈতিক পোস্ট মুছে ফেলার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। ফিলিস্তিনি অধিকারকর্মীদের দাবি, ফেসবুক এবং ইনস্টাগ্রামে করা ফিলিস্তিনিদের এ ধরনের বিভিন্ন পোস্ট সরিয়ে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি।

গত সোমবার ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন একটি ওয়েবসাইট চালু করেছে। এই ওয়েবসাইটের তথ্য মতে, ২০২১ সালে এখন পর্যন্ত ৭৪৬টি অধিকার লঙ্ঘনের ঘটনা তালিকাভুক্ত করেছে সংগঠনটি।

এ নিয়ে ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা নাদিম নাশিফ বলেন, বিষয়টিকে ফিলিস্তিনিদের বাকস্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ বলে বিবেচনা করছি আমরা। এই ধরনের কর্মকাণ্ড ফিলিস্তিনিদের কণ্ঠরোধের চেষ্টা। আমরা এর বিরুদ্ধে সোচ্চার আছি।

এর আগে গত সেপ্টেম্বর মাসে, পক্ষপাত ইস্যুতে আরবি ও হিব্রু ভাষায় করা রাজনৈতিক পোস্টগুলোকে পর্যালোচনার আহ্বান জানানো হয় ফেসবুককে। সেই পর্যালোচনালব্ধ সুপারিশগুলোই বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে দিয়েছে ফেসবুক। এরই আওতায় বিভিন্ন পোস্ট মুছে ফেলা হচ্ছে বলে দাবি ফেসবুক কর্তৃপক্ষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply