সাফের ব্যর্থতা ভুলতে সাফল্য চান জামাল ভূঁইয়া

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার চার জাতি টুর্নামেন্টের ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে জাতীয় ফুটবল দল। পাশাপাশি সাফের ব্যর্থতা ভুলতে এই আসরে ভালো সূচনা চান অধিনায়ক জামাল ভূঁইয়া।

টুর্নামেন্টে ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় কোচ মারিও ল্যামোস শিষ্যরা। এখানে ৮ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১১ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। এরপর ১৪ নভেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে জামাল বাহিনী।

রাউন্ড রবিন পদ্ধতির এই টুর্নামেন্টে ফাইনাল খেলবে গ্রুপের সেরা দুই দল। আসরে সিশেলস ও শ্রীলঙ্কা সহজ প্রতিপক্ষ হওয়ায় ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে লাল-সবুজ বাহিনীর। তবে দলে নেই সাফ খেলে আসা বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। এর আগে অনূর্ধ্ব-২৩ দলের ৭ ফুটবলার উজবেকিস্তান থেকে সরাসরি শ্রীলঙ্কা পৌঁছেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply