সাম্প্রতিক আফগানিস্তান পরিস্থিতি নিয়ে দিল্লিতে আয়োজিত বৈঠকে ভারত পাকিস্তানসহ রাশিয়া, চীন, উজবেকিস্তান ও তাজিকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাদের আমন্ত্রণ জানালেও, সে বৈঠকে আসছেন না পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ। খবর দ্য ডন এর।
আগামী ১০ নভেম্বর দিল্লীতে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে যোগ দিচ্ছে না পাকিস্তান- বলে টুইটার বার্তায় জানান পাকিস্তানের শীর্ষ কূতনৈত্রিক মঈদ ইউসুফ। বৈঠকে না বসা প্রসঙ্গে পাকিস্তানের শীর্ষ এ নিরাপত্তা উপদেষ্টা বলেন, শান্তি বিনষ্টকারী কখনও শান্তি ফেরাতে পারে না, এক্ষেত্রে ভারত যদি অগ্রসর হয়, তবে পাকিস্তানও সামনে আগাবে। কিন্তু সে ক্ষেত্রে কয়েকটি পূর্বশর্তও মানতে হবে ভারতের।
উল্লেখ্য, ভারত এই বৈঠক করতে চেয়েছিল গত এপ্রিলে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে পরিকল্পনা বাতিল করতে হয়। আর করোনা ভালো হতেই শুরু হয় আফগানিস্তানে তালেবান আগ্রাসন। এর আগে, ইরান আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে একটি আঞ্চলিক বৈঠক ডাকলেও সে বৈঠকে ডাক পায়নি ভারত।
Leave a reply