যুক্তরাষ্ট্র থেকে আরও ক্ষেপণাস্ত্র কিনছে সৌদি

|

ছবি: সংগৃহীত

সৌদি আরবকে নতুন করে আরও ২৮০টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত এসব ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৬৫০ মিলিয়ন ডলার।

এর মাধ্যমে এটিএম-১২০ সি ক্ষেপণাস্ত্র’সহ সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রপাতি এবং প্রযুক্তি সহায়তাও পাবে সৌদি আরব।

পেন্টাগন জানিয়েছে, এরইমধ্যে বিষয়টির অনুমোদন দিয়েছে কংগ্রেস। ফলে উপসাগরীয় নীতির আওতায় এটিই হতে চলেছে বাইডেন প্রশাসনের সৌদি আরবে প্রথম অস্ত্র বিক্রি। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর সৌদি আরবকে সতর্কতার সাথে সমর্থনের নীতি নেন।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, গত বছর সৌদি আরবে আন্তঃসীমান্ত হামলা বাড়ায় তাদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র বিক্রি করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply