বাংলাদেশ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে আছেন যারা

|

ছবি: সংগৃহীত

১৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পরদিনই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সফরে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকবাহিনীর।

সফর উপলক্ষে সোমবার (৮ নভেম্বর) টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

তরুণদের সুযোগ দিতে বাংলাদেশ সফরে আসবেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইফতিখার আহমেদ। তবে দলে আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের দুই রিজার্ভ ক্রিকেটার হায়দার আলী ও খুশদিল শাহ।

আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে ২৬ নভেম্বর শুরু হবে। আর ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে শেষ টেস্ট।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply