বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ৬ হাজার ট্রাক

|

বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল কালিতলা পার্কিংয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ৬ হাজার আমদানি পণ্য বোঝাই ট্রাক। ফলে বড় ধরনের প্রভাব পড়ছে দুদেশের আমদানি-রফতানি বাণিজ্যে। আমদানি কমে যাওয়ায় ইতোমধ্যে বড় ধরনের ধস নামতে শুরু করেছে রাজস্ব আদায়ে।

বেনাপোল বন্দর আটকে থাকা প্রতিটি ট্রাককে প্রবেশ করতে সময় লাগছে ৩০ থেকে ৩৫ দিন। আর প্রতিদিন ট্রাকপ্রতি গুনতে হচ্ছে ২ হাজার টাকা চাঁদা।

বেনাপোল কর্তৃপক্ষ জানায়, দেশীয় শিল্পের ৭৫ শতাংশ কাঁচামাল এবং খাদ্যদ্রব্য আমদানি হয় এই বন্দর দিয়ে। চাঁদা আদায় ও আমদানির দীর্ঘসূত্রিতা এড়াতে স্থলবন্দরটি থেকে মুখ ফেরাচ্ছেন আমদানিকারকরা। বেনাপোল বন্দর পরিচালক মনিরুজ্জামান জানান, এ নিয়ে ভারতীয় কাস্টমস, বন্দর ও সেখানকার ব্যবসায়ীদের সাথে একাধিকবার বৈঠক করলেও তা সফল হয়নি। আর এমন টানাপোড়েনের প্রভাব রাজস্ব আয়ে পড়তে শুরু করেছে বলে মনে করেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান।

বেনাপোল বন্দর দিয়ে দিনে একসময় প্রবেশ করতো ৭ থেকে ৮শ পণ্যবাহী ট্রাক। আর্থিক ক্ষতি এড়াতে আমদানিকারকদের অনাগ্রহে সে সংখ্যা ঠেকেছে আড়াইশতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply