এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড

|

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে করা ঋণ জালিয়াতি মামলায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে ২ ধারায় সাবেক প্রধান বিচারপতিকে ১১ বছরের কারাদণ্ড ও মামলার বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে ২০১৯ সালে মামলা করে দুদক। একই বছরের ১০ ডিসেম্বর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্রও জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

২০২০ সালের ১৩ আগস্ট সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০ জন সাক্ষীর যুক্তিতর্কের শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেন বিচারক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply