আফগানিস্তানে ফের মসজিদে হামলা, নিহত অন্তত ৩

|

ছবি: সংগৃহীত।

আবারও মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো আফগানিস্তানে। শুক্রবার (১২ নভেম্বর) জুমার নামাজ চলাকালে নানগারহার প্রদেশের স্পিনঘর এলাকার ওই বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৩ জন, আহত অন্তত ১৫ জন।

আহতদের মধ্যে অনেকেরই অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ ঘরের ভেতরেই রাখা হয়েছিল বোমাটি। হঠাৎই তা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

আগে থেকেই অঞ্চলটিতে আইএসের আধিপত্য রয়েছে। গত আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আরও প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে জঙ্গি সংগঠনটি। এর আগে, চলতি মাসের শুরুতে কাবুলের ন্যাশনাল মিলিটারি হাসপাতালে জোড়া বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। সেবারও ঘটনার দায় স্বীকার করে আইএস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply