কক্সবাজারের রামু উপজেলায় পুনঃনির্বাচনের দাবিতে মানববন্ধন

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচনের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে নৌকার সমর্থকরা স্থানীরা। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কয়েকশ’ নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ নভেম্বর খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ধোয়াপালং প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনের শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হকের পক্ষে কেন্দ্র দখল করে চশমার ব্যালটে শীল মারা হয়। এ সময় তারা নৌকার বিপুল সংখ্যক ভোটারকে ভয়ভীতি প্রদর্শন। তাদের উপর হামলা এমনকি মারধরও করা হয়। একপর্যায়ে নৌকার অফিস এবং তাদের সমর্থকদের বাড়ি ঘর ভাংচুর করা হয়।

বক্তারা আরও জানান, চশমা মার্কার প্রার্থীর লোকজন নৌকার বেশ কিছু ব্যালট ছিনতাই করে।
বক্তারা খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পুনঃনির্বাচন দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমিজ আহমেদ, ইউনিয়ন ছাত্র লীগ নেতা আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, কোম্পানি আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ সওদাগর, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহেদা বেগমসহ প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply