মেক্সিকোয় নারীবাদীদের বিক্ষোভে বন্দুক হামলা, নিহত ৩

|

পুলিশের মুখোমুখী সহিংসতা বিরোধী বিক্ষোভকারীরা।

মেক্সিকোর সনোরায় নারীবাদীদের এক বিক্ষোভ সমাবেশে গুলি চালানোর ঘটনায় তিনজন নিহত হবার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মেক্সিকোর গোয়েইমা শহরের মিউনিসিপাল প্যালেসের বাইরে এ ঘটনা ঘটে।  নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। খবর রয়টার্সের।

সনোরার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিক্ষোভ চলাকালীন বন্দুক হামলায় তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী স্থানীয় নারীবাদীদের ডাকা ওই বিক্ষোভে অংশ নিতে এসেছিলেন। নিহত বাকি দুইজন গোয়েইমার সিটি মেয়র কার্লা করডোভা’র বডিগার্ড ছিলেন। এছাড়া এ হামলার ব্যাপারে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

বিশের অন্যান্য স্থানের সাথে একাত্বতা ঘোষণা করে নারীর প্রতি সহিংসতা বন্ধে মেক্সিকোর বিভিন্ন শহরে গত বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির নারীবাদীরা। রাজধানী মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারীর উদ্দেশে আইনশৃঙ্খলা বাহিনী স্মোক বম্ব ছুঁড়েছে বলে অভিযোগ সেখানকার বিক্ষোভকারীদের। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর দেয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক নারীর প্রতি সহিংসতা বিরোধী বিক্ষোভ-সহিংসতায় কমপক্ষে ১০ নারী পুলিশ সদস্যসহ মোট ১৭ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশেও নারীর প্রতি সহিংসতা বন্ধে একই রকমভাবে বিক্ষোভ হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ছুড়েছে। এছাড়া বার্সেলোনা, প্যারিস ও লন্ডনেও এদিন নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply