চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় আহত ২০

|

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনের সাত ইউপিতে কয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সহিংসতায় ২০ জন আহত হয়েছে। অনুপ্রবেশের দায়ে রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জাল ভোট ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ১২ জনকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চর কুকরী মুকরী স্বতন্ত্র প্রার্থী কবির অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের হামলায় কবিরসহ তার ১০/১৫ জন সমর্থক আহত হয়েছে। প্রকাশ্যে নৌকায় ভোট প্রদানে ভোটারদের বাধ্য করারও অভিযোগ করেন তিনি। এদিকে, ওসমানগঞ্জ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী কাশেম মোল্লার আনারসের পক্ষে ভোটারদের স্থানীয় আ’লীগ নেতারা প্রভাবিত করার অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশারাফুল ইসলাম ফোটন।

আরও পড়ুন: প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হলেন নজরুল

চর মানিকা ১ নং ওয়াডের্র মেম্বার প্রার্থী জামাল ও শাহাজাহানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্লা ধাওয়ায় ২ জন আহত হয়েছে। ৭ নং ওয়ার্ডে বেলাল ও শাহজাহানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্লা ধাওয়া হয়েছে। ৮ নং ওয়ার্ডে গিয়াসের সমর্থকদের হামালায় ফয়েজ উল্লাহ মাস্টারের ৪ জন সমর্থক আহত হয়েছে। ৪ নং ওয়ার্ডের ভোটার মমতাজ অভিযোগ করেন, ওই কেন্দ্রের ৬ নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসার তার হাতে ব্যালট পেপার না দিয়ে নিজেই সিল মেরে বাক্সে ভরে তার হাতে কালি লাগিয়ে পাঠিয়ে দেন।

আবদুল্লাহপুর ৩ নং ওয়ার্ডে বিজয়ী ইউছুফসহ তার ৪ জন সমর্থককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ মোহাম্মদ উল্লাহ নেতৃত্বে তার সমর্থকরা। এ সময় ওই ভোট কেন্দ্রে স্কুলের দফতরির ওপর হামলা করে স্কুলের চাবি ছিনিয়ে নেয়। আবদুল্লাহপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এবং ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: শ্রীমঙ্গল পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীর কাছে নৌকার ভরাডুবি

অন্যদিকে, বকরপুর ৩ নং ওয়ার্ডে জাল ভোট দেয়ার দায়ে ৪ জন কে ৩০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা। ওসমানগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৭ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা। আবদুল্লাহপুর ৯ নং ওয়ার্ডে অনুপ্রবেশের দায়ে মো. রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মো. সায়েক। মানিকা ইউনিয়নে ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply