১৯১ ইউনিয়নে জিতেছে নৌকা, স্বতন্ত্র ১৭৭

|

বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯১টি ইউনিয়নে জয় লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১৭৭টি ইউনিয়নে।

২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় পাওয়া স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

ফরিদপুরের ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টিতেই বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। শেরপুর, নড়াইল, নাটোরেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জয়জয়কার। জাতীয় পার্টির প্রার্থীরা জিতেছেন ১১টি ইউনিয়নে।

আরও পড়ুন : নীলফামারীতে নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহত

প্রসঙ্গত, তৃতীয় ধাপে ১ হাজারেরও বেশি ইউনিয়নে ভোট নেয়া হয়। এই ধাপের নির্বাচনে ১০০ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এর আগের দুই ধাপেও ২৮ এবং ৪৪ জন চেয়ারম্যান হয়েছেন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই।

আরও পড়ুন : আবিষ্কৃত হলো ১৩শ’ বছরের পুরনো মাটির মসজিদ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply