নিজের অপহরণ নাটক সাজিয়ে গ্রেফতার যুবক

|

প্রতীকী ছবি।

রাজশাহী ব্যুরো:

নিজেই নিজের অপহরণ নাটক সাজানোর দায়ে রাজশাহীতে মিজানুর রহমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অনলাইন ব্যবসায় ৩১ লাখ টাকার ক্ষতি পোষাতে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ওই যুবক।

বুধবার (২২ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সম্প্রতি মিজানুর রহমান আত্মগোপন করে তার পিতাকে জানায়, তাকে দুর্বৃত্তরা অপহরণ করেছে, মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা প্রয়োজন। মিজানুরের বাবা বিষয়টি জেনে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরী করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার গাবতলী থেকে তাকে উদ্ধার করে।

পরে পুলিশ তদন্ত করে নিশ্চিত হন, মিজানুর অনলাইন ব্যবসায় ৩১ লাখ টাকা খুইয়ে ঋণে জর্জরিত। সেই টাকা পরিশোধ করতেই অপহরণের নাটক করেছে সে।

আরও পড়ুন- ‘একজন যদি ১০টা করে ভোট দেন তাহলে আমাদের ভোটের অভাব হবে না’ (ভিডিও)

মিজানুর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাজিহাটা ধরমপুর গ্রামের বাসিন্দা। বাবার নাম এমারত আলী। তিনি গোদাগাড়ীর একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন। এছাড়া মিজানুর মহানগরীর টুলটুলি পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, পরিবার ও পুলিশকে হয়রানি করায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply