ওমিক্রন আতঙ্কে ইউরোপে কড়াকড়ি

|

ছবি: সংগৃহীত।

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার বাড়ায় আবারও কড়াকড়ির পথে ইউরোপের বিভিন্ন দেশ। উন্মুক্ত স্থানে চলাচল সীমিত করার উদ্যোগ নিয়েছে অঞ্চলটির বিভিন্ন দেশ।

৩ জানুয়ারি থেকে গ্রিস এবং ফ্রান্সে কার্যকর হবে নতুন নিষেধাজ্ঞা। কর্মীদের বাড়ি থেকেই কাজের সুযোগ করে দিতে আহ্বান জানিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে ফ্রান্স সরকার। জনসমাগমের স্থানে ২ হাজারের বেশি মানুষ প্রবেশের সুযোগ দেয়া হবে না। এর পাশাপাশি বন্ধ থাকবে পানশালা। হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও সেখানে খাবার পরিবেশন করা হবে না। শুধু বিক্রির সুযোগ থাকবে।

আরও পড়ুন: করোনা মোকাবেলায় নতুন দুইটি ভ্যাকসিনের অনুমোদন দিলো ভারত

তবে ব্রিটেনে সংক্রমণ উর্ধ্বমূখী হলেও নতুন বছরের আগে কোনো বিধিনিষেধ আরোপ করতে চায় না দেশটি। এছাড়া, কোয়ারেন্টাইন নীতি ১০ থেকে ৫ দিনে নামিয়ে আনলো যুক্তরাষ্ট্র।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply