ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার

|

লঞ্চ দুর্ঘটনার ৬ষ্ঠ দিনে ঝালকাঠির বিষখালী নদীতে অজ্ঞাত এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার।

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় ৬ষ্ঠ দিনের মতো উদ্ধার কাজ চলছে। বিষখালী নদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের ৩ ঘণ্টার ব্যবধানে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে ঝালকাঠির ডহরশংকর নামক এলাকায় বিষখালী নদীর তীরে যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা দড়ি দিয়ে বেধে রেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ঝালকাঠি লঞ্চ ঘাটে নিয়ে যায়। উদ্ধারকৃত ওই নারীর বয়স আনুমানিক ২৫-৩০ এবং যুবকের বয়স ৩০-৩৫ বছর হবে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।

ফায়ার সার্ভিস ডুবুরি টিম লিডার হুমায়ুন কবির বলেন, নারীর মৃতদেহে গোলাপি রংয়ের জামা এবং যুবকের পড়নে কালো রঙের জিন্সের প্যান্ট এবং গোল গলার একটি গেঞ্জি ছিল। তার পকেটে থাকা মানিব্যাগে একটি ছবি পাওয়া গেছে। তবে ছবিটি কার তা এখনো নিশ্চিত করা যায়নি।

ঝালকাঠি নৌ পুলিশ পরিদর্শক সোহেল রানা বলেন, এখন পর্যন্ত দু’টি সনাক্ত করা হয়নি। সনাক্ত করা হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোট নিহতের সংখ্যা ৪৬জন। নিখোঁজ রয়েছে অনেকেই।

আরও পড়ুন- যৌন নিপীড়নের অভিযোগ করেও মেলেনি বিচার, শিক্ষার্থীর আত্মহত্যা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply