মেসি-সুয়ারেজের গোলে হার এড়াল বার্সেলোনা

|

লা লিগায় চলতি মৌসুমে নিজেদের প্রথম হারের শঙ্কায় থাকা বার্সেলোনা শনিবার রাতে সেভিয়ার মাঠে ২-২ গোলে ড্র করেছে। ম্যাচের শেষ দিকে অতিথিদের হয়ে গোল দুটি করেন লুইস সুয়ারেস ও মেসি।

লম্বা সময় ২ গোলের ব্যবধানে এগিয়ে ছিল সেভিয়া। দলটি এক সময় দেখছিল ৩ পয়েন্টের হাতছানি। তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে খেলার চিত্রটা পাল্টে দেন লিওনেল মেসি। উজ্জীবিত বার্সেলোনা ম্যাচের শেষ সময়ে দুই গোল শোধ করে হার এড়ায়।

প্রতিপক্ষের মাঠে তৃতীয় মিনিটে লক্ষ্য নিজেদের প্রথম শট নেয় বার্সেলোনা। ফিলিপে কৌতিনিয়োর কাছ থেকে বল পেয়ে ডিফেন্ডারদের এড়িয়ে শট নেন সুয়ারেস। কিন্তু গোলরক্ষক সের্হিও রিকোকে ফাঁকি দিতে পারেননি তিনি।

ছয় মিনিট পর আবার সুযোগ হাতছাড়া হয় অতিথিদের। এবার জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি সুয়ারেস।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠা ম্যাচে ২০তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন হোয়াকিন কোরেয়া। হেসুস নাভাসের দারুণ ক্রসে ডিফেন্ডারকে এড়িয়ে হেড নিলেও লক্ষ্য রাখতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

৩৬তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। ডিফেন্ডারের ভুলে অতিথিদের জালে বল পাঠান অরক্ষিত ফ্রাঙ্কো ভাসকেস। কোরেয়ার দারুণ পাস যখন তাকে ডি-বক্সে খুঁজে পায় তখন আশেপাশে ছিলেন বার্সেলোনার ৫ খেলোয়াড়। কিন্তু কেউই পাহারায় রাখেননি ভাসকেসকে। সুযোগ দারুণভাবে কাজে লাগান তিনি।

৪৪তম মিনিটে সমতা আনার দারুণ সুযোগ হাতছাড়া করেন জেরার্দ পিকে। ফ্লাইট বুঝতে না পারায় গোল লাইনের ঠিক সামনে থেকে বলে শট নিতে পারেননি এই স্প্যনিশ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে ব্যবধান বাড়ায় সেভিয়া। এভার বানেগার বুলেট গতির শট টের স্টেগেনের মুখে লেগে ফিরলে পেয়ে যান লুইস মুরিয়েল। কলম্বিয়ান ফরোয়ার্ডের নিখুঁত শট পোস্টে লেগে খুঁজে পায় ঠিকানা।

ছয় মিনিট পর গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন নাভাস। টের স্টেগেনকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড। এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে তাকে খানিক দেরি করিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক। তাকে এড়িয়ে নেওয়া শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন পিকে।

ফিরতি বলে সুযোগ আসে ভাসকেসের সামনে। তবে বুলেট গতির শট লক্ষ্য রাখতে পারেননি তিনি।

এরপরই উসমানে দেম্বেলের জায়গায় মাঠে নামেন লিওনেল মেসি। তাতে বাড়ে বার্সেলোনার আক্রমণের ধার। ৬০তম মিনিটে সুয়ারেসের শট ব্যর্থ হয় পোস্টে লেগে।

একের পর এক আক্রমণ গড়ে বার্সেলোনা। হাতছাড়া হতে থাকে একের পর এক সুযোগ। গতিশীল প্রতি আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় সেভিয়া।
অবশেষে ৮৮তম মিনিটে সাফল্য পায় বার্সেলোনা। কর্নার থেকে বল পেয়ে বাইসাইকেল কিকে বল জালে পাঠান সুয়ারেস। পরের মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মেসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply