কোহলির নেতৃত্ব নিয়ে বিতর্কের আগুনে ঘি ঢাললেন নির্বাচক

|

ছবি: সংগৃহীত

ভিরাট কোহলির নেতৃত্ব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা।

প্রধান নির্বাচকের দাবি, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এক বৈঠকে নেতৃত্ব ছাড়ার কথা বলেছিলেন কোহলি। তবে তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছিলেন অনেকে। কিন্তু কোহলি তার নিজের অবস্থান থেকে একটুও সরে আসেননি।

এর আগে, বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলিও কোহলিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। কিন্তু ভিরাট তার অবস্থানেই ছিলেন অনড়। এদিকে সৌরভের এমন দাবি উড়িয়ে দিয়ে কোহলি বলেছিলেন, তাকে কেউ অধিনায়কত্ব চালিয়ে যেতে বলেননি। এবার সেই বিতর্কেই যেন রসদ জোগালেন চেতন শর্মা।

আরও পড়ুন: ওয়ানডে থেকেও ছিটকে গেলেন রোহিত; অধিনায়ক লোকেশ

মাত্র ৯০ মিনিটের নোটিশে অধিনায়কত্ব হারিয়েছেন, কোহলির এমন মন্তব্যের ব্যাপারে চেতন শর্মা বলেন, এ নিয়ে জল ঘোলা করার সুযোগ নেই। দেখুন, ওয়ানডে দল আজ ঠিক করা হচ্ছে। তবে ওয়ানডে দলের অধিনায়ক আমরা নির্বাচন করেছি টেস্ট দল নির্বাচনের দিন, যাতে কোহলি ও রোহিত দুজনই সময় পান।

আরও পড়ুন: ভারতকে জরিমানা করলো আইসিসি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply