মক্কা-মদিনায় আবারও বিধি-নিষেধ

|

করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধান আরোপ করেছে সৌদি সরকার। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই দুই জায়গায় নামাজি ও উমরাহ্‌ পালনকারী সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে।

সৌদি সরকার ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। এর সাথে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে।

সৌদি আরবে গত মাসে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এক লাফে বেশ বৃদ্ধি পেয়েছে। গত ২৯ ডিসেম্বর একদিনে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। যা গত বছরের আগস্টের পর সর্বোচ্চ।

দেশটির সরকার এও জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার ও রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা ওই দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের প্রমাণ দেখাতে হবে।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply