রাঙামাটির পর্যটনকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত, মাস্ক না পরায় জরিমানা

|

করোনায় রাঙামাটিকে রেড জোন ঘোষণা করার পর ওমিক্রন মোকাবেলার লক্ষ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে। জেলা শহরের তবলছড়ি, রিজার্ভবাজার ও বনরুপার গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেছেন। পর্যটন কেন্দ্রে অভিযান পরিচালনা করে কয়েকজনকে জরিমানাও করা হয়।

এসময় মাস্ক না পরায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে এ নিয়ে সচেতনও করা হয়।

শুক্রবার (১৪ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পর্যটন কেন্দ্রগুলোতে যেনো পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করেন সে জন্য ঝুলন্ত সেতু এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কয়েকজন পর্যটককে মাস্ক না পরায় জরিমানা ও সর্তক করা হয়েছে।

এছাড়া জুমাবার হওয়ায় বিভিন্ন মসজিদেও মাস্কও বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এসময় পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply