দিনাজপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

|

দিনাজপুরের নবাবগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা। ২০ জন প্রতিযোগী তাদের ঘোড়া নিয়ে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। হাজার-হাজার দর্শকের উপস্থিতিতে উচ্ছ্বল ছিল প্রাঙ্গন। ঘোড়দৌড় দেখতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরাও।

তুমুল প্রতিযোগিতা-হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম স্থান অধিকার করেছেন রাশেদুল ইসলাম। দ্বিতীয় হয়েছেন জান্নাত আরা ফেরদৌসী। দ্বিতীয় হলেও ঘোড়দৌড়ের কৌশলে তিনি মন কেড়েছেন দর্শকদের।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। রংপুর, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাটসহ আশপাশের জেলা থেকে প্রায় ২৫টি ঘোড়া অংশগ্রহণ করে প্রতিযোগিতায়।

ঘোড়দৌড় দেখতে হাজির হন বিপুল সংখ্যক দর্শনার্থী। কানায় কানায় ভরে ওঠে মাঠ। আয়োজক মো. মমিনুল ইসলাম জানান, ঐতিহ্য টিকিয়ে রাখতেই এই আয়োজন।

খেলাকে কেন্দ্র করে জমে ওঠে কেনা বেচা। দোকানিরা বসেন পসরা সাজিয়ে। হরেক রকম খেলনা আর প্রসাধনীর অস্থায়ী দোকান যেমন ছিল, ছিল মিষ্টি আর পিঠাপুলির আয়োজনও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply