ইরানকে সতর্ক করতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা ইসরায়েলের

|

ছবি: সংগৃহীত।

ইরানের সাথে পরমাণু চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মাঝেই নতুন করে আরও দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো ইসরায়েল।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পররাষ্ট্র দফতর জানায়, অ্যারো- থ্রি নামের দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎক্ষেপণ করে তারা। সেগুলো সফলভাবে ব্যালিস্টিক মিসাইলকে রুখে দিতে সক্ষম বলেও দাবি তাদের।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিপক্ষ ইরান, হামাস ও হিজবুল্লাকে সতর্ক করতেই এ পরীক্ষা চালিয়েছে দেশটি। তবে এর প্রেক্ষিতে কোনো জবাব দেয়নি ইরান ও হামাস। যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রসারিত করছে ইসরায়েল।

ইসরায়েলে সাথে ইরানের দ্বন্দ্ব বহুদিনের। ইসরায়েলের অভিযোগ, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিয়মিত অস্ত্র সরবরাহ করে ইরান। ইসরায়েলি বাহিনীর সাথে নানা সময়ই সংঘাত হয়েছে এই দুই গোষ্ঠীর। বিশ্বের পাঁচ বৃহৎ শক্তির সাথে ইরানের পরমাণু চুক্তিরও ঘোর বিরোধী ইসরায়েল।

আরও পড়ুন: ইসরায়েলের সাথে সম্পোর্কন্নয়নের ইঙ্গিত দিলেন এরদোগান

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply