আন্দোলনকারীদের অর্থ সহায়তা; শাবিপ্রবির ৫ শিক্ষার্থীকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর

|

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সাথে সম্পৃক্ত সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটকের পর সিলেটে পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এসএমপির উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার হাবিবুর রহমান খান, বগুড়ার রেজা নুর মুইন, খুলনার এ এফ এম নাজমুল সাকিব, ঢাকা মিরপুরের একেএম মারুফ হোসেন ও কুমিল্লার ফয়সাল আহমেদ।

ডিসি আজবাহার আলী শেখ জানান, সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা বাহিনীর আইনসঙ্গত কর্মকাণ্ডে বাধা প্রদান করার মতো দণ্ডনীয় অপরাধ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়। আটক সবাই শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান। এর আগে সোমবার ঢাকায় একাধিক অভিযানে তাদেরকে আটক করে সিআইডি।

এর আগে, বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অর্থ সহায়তা দেয়ার অভিযোগে রাজধানী থেকে বিশ্ববিদ্যালয়টির সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply