উপাচার্যের থাকা-না থাকা সমস্যা সমাধানে প্রভাব রাখে না: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

একজন উপাচার্য থাকলেন কী থাকলেন না, তা সমস্যার সমাধানে কোনো প্রভাব রাখে না। শাবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে গণমাধ্যমের কাছে ব্রিফ করার সময় এমনটাই বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, একজন উপাচার্য চলে গেলে আরেকজন উপাচার্যই তো আসবেন। কিন্তু সমস্যাই যদি থেকে যায়, তবে শিক্ষার্থীদের কোনো লাভ হবে না। আমরা সমস্যাটা সমাধান করবো। দেশের রাষ্ট্রপতি হচ্ছেন আচার্য, তিনিই উপাচার্যের দায়িত্ব একজনের ওপর ন্যস্ত করেন। আমরা এই প্রক্রিয়াকে ভিন্নভাবেই দেখতে চাই। তাছাড়া, শিক্ষার্থীদের এই দাবির ব্যাপারে কী করা সম্ভব সেটাই খুঁজে বের করা চেষ্টা করবো।

আরও পড়ুন: শিক্ষার্থীরা যখন চাইবেন তখনই সিলেট যেতে প্রস্তুত শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা এই যে আন্দোলন, অভিযোগ, অসন্তোষ দেখছি, তার সবই সমস্যার বহিঃপ্রকাশ। আমরা তাই শুধু বহিঃপ্রকাশ নিয়ে না থেকে মূল সমস্যাকে খুঁজে বের করতে চাই। আমাদের মাঝে কোনো পক্ষ-বিপক্ষ নেই। আমরা সবাই একদিকে, এবং সমস্যাটি অন্যদিকে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হবে: শিক্ষামন্ত্রী


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply