সাতকানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

|

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছে আরও ৫ জন। ঘটনার পর উভয় প্রার্থীই আনোয়ারকে নিজের কর্মী বলে দাবি করেছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ধর্মপুর ইউনিয়নের কুণ্ডুকুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস চৌধুরী ও আওয়ামী লীগ প্রার্থী নাসির উদ্দিন টিটু একই স্থানে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় উভয়পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। একে অপরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করেন দুই পক্ষের সমর্থকরা। এ সময় ইটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আনোয়ার হোসেন নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক। পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে পুরো ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।

সাতকানিয়া সার্কেলে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কেউ কোনো মামলা করেননি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply