যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য আসতে পারে ফাইজার-বায়োএনটেকের টিকা

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকা আসতে পারে ফেব্রুয়ারির শেষ নাগাদ।ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-এফডিএ’র কাছে জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে উৎপাদক প্রতিষ্ঠান দু’টি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আবেদনপত্র জমা দিয়েছে তারা। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সীদের যত দ্রুত সম্ভব টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে তাদের।

আরও পড়ুন: নির্বাচনী প্রচারণায় ধর্মকে বিশেষ গুরুত্ব দিলেন ম্যাকরন

আরও জানানো হয়, টিকার দুই ডোজ দেয়া হবে শিশুদের। উৎপাদকদের কাছে ভ্যাকসিন সম্পর্কিত তথ্য উপাত্ত চেয়েছে এফডিএ। ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে চায় মার্কিন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র আখ্যা দিলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply