খালেদা জিয়া সম্মাননা পেয়েছেন তিন বছর আগে, বিএনপি জানালো মঙ্গলবার

|

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। অন্যদিকে, দেশটির কালেক্টিভ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ‘লরা অকোস্টা’ কোহোরিডেলা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নামের আরেকটি প্রতিষ্ঠানও বিএনপি প্রধানকে ‘ডেমোক্রেসি হিরো’ সম্মাননা দিয়েছে।

এরমধ্যে বেগম খালেদা জিয়া ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা পেয়েছেন ২০১৮ সালের ৩১ জুলাই। আর ২০১৯ এর ৩১ জানুয়ারি পান ‘ডেমোক্রেসি হিরো’।

মাদার অব ডেমোক্রেসি সম্মাননার ক্রেস্ট।

তবে, দলটির পক্ষ থেকে বিষয়টি প্রকাশ্যে আনা হয় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি)। এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব সম্মাননার ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্রেস্টে ও সনদপত্রে উল্লেখ রয়েছে এসব সম্মাননা দেয়ার তারিখ।

‘ডেমোক্রেসি হিরো’ সম্মাননার সনদপত্র


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply