নারী আন্দোলনকারীদের মুক্তি দিলো তালেবান

|

ছবি: সংগৃহীত

নারী আন্দোলনকারীসহ গ্রেফতার বিদেশি নাগরিকদের মুক্তি দিয়েছে তালেবান। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন।

মুক্তিপ্রাপ্ত নারীরা তালেবানের কাছে নারীর পূর্ণ অধিকার দেয়ার দাবিতে বিক্ষোভ করছিলেন। গত তিন সপ্তাহ আগে তাদেরকে গ্রেফতার করে তালেবান। আন্দোলনরত নারীদের গ্রেফতারের পর তালেবান সরকার বিদেশিদের সমালোচনার মুখে পড়ে।

আলজাজিরা জানিয়েছে, কয়েকজন বিদেশি নাগরিকের পরিচয়পত্র, কাজের অনুমতিপত্র এবং প্রয়োজনীয় অন্য কাগজপত্র না থাকার কারণে গ্রেফতারের কথা জানায় তালেবান।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা ভালো আছেন এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

দুই বিদেশি সাংবাদিক এবং তাদের আফগান সহকর্মীকে শুক্রবার রাতে গ্রেফতার করে তালেবান। মুক্তির আগ পর্যন্ত তারা তালেবানের হেফাজতে ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply