ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ট্যাংকের চাপায় গুড়িয়ে গেছে একটি প্রাইভেট কার। লোমহর্ষক এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আশ্চর্যের ব্যাপার হলো পুরো গাড়িটি গুঁড়িয়ে গেলেও প্রাণে বেঁচে গেছেন গাড়িটির চালক।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কিয়েভের একটি রাস্তায় চলমান একটি গাড়ির ওপর হঠাৎ উঠিয়ে দেয়া হয় ট্যাংকটি। সাথে সাথে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
আরও দেখুন: ইউক্রেনে রাশিয়ার ট্যাংকের চাপার পরও বেঁচে গেলেন গাড়ি চালক
এরপর, ট্যাংক সরে যাওয়ার পর সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয়রা। তখন দেখা যায়, গাড়ির চালক গুরুতর আহত হলেও বেঁচে গেছেন আশ্চর্যজনকভাবে। বর্তমানে কিয়েভের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
/এসএইচ
Leave a reply