‘ফ্রান্সের অস্ত্র ইউক্রেনের পথে’

|

ছবি: সংগৃহীত

ফ্রান্সের পাঠানো অস্ত্র এখন ইউক্রেনের পথে, টুইট করে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনএর সাথে কথা হয়েছে তার। এই আলাপচারিতাকে ‘কূটনৈতিক ফ্রন্টলাইনে এক নতুন দিন’ হিসেবে উল্লেখ করেছেন ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ফ্রান্সের পাঠানো অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি এখন ইউক্রেনের পথে। অবশেষে যুদ্ধ বিরোধী জোট কার্যকর হতে যাচ্ছে।

আরও পড়ুন: রাশিয়ান ট্যাংকের নিচে চাপা পড়েও প্রাণে বাঁচলেন গাড়ি চালক (ভিডিও)

এর আগে, শনিবার এক ভিডিওবার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, অনেক ধরনের খবরই ছড়ানো হচ্ছে, যেখানে বলা হয়েছে আমি নাকি ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বলেছি। তাই আমি পরিষ্কার করে বলছি, এগুলো সবই গুজব। এসব গুজবে কান দেবেন না। আমরা অস্ত্র নামিয়ে রাখবো না। আমাদের দেশকে রক্ষা করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞই আছি আমরা। সত্যই আমাদের প্রধান অস্ত্র। যেকোনো মূল্যে আমরা আমাদের দেশ, পরিবার ও শিশুদের রক্ষা করবো।

আরও পড়ুন: ‘নিরাপদ স্থান নয়, আমার চাই গোলাবারুদ’

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply