সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করলো চীনের কমিউনিস্ট পার্টি

|

শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু এবং তাঁর পূর্বসূরি ওয়েই ফেংহে-কে বহিষ্কার করেছে চীনের কমিউনিস্ট পার্টি। দুর্নীতিবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে তাদের বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

কমিউনিস্ট পার্টির বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লি শাংফুর বিরুদ্ধে ঘুষ আদান-প্রদানের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেননি। বরং নিজের সুবিধাকেই বড় করে দেখেছেন দায়িত্বে থাকা অবস্থায়।

সেনাবাহিনীর একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসাবে লি শাংফু তার মূল মিশনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে উল্লেখ্য করে কমিউনিস্ট পার্টি। এছাড়াও জাতীয় প্রতিরক্ষার ব্যাপক ক্ষতি করেছেন তিনি।

অন্যদিকে, শাংফুর পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক শৃঙ্খলায় ব্যাঘাত, তদন্তে বাধা, ঘুষ গ্রহণের পাশাপাশি বিশ্বাস ও আনুগত্য হারানোর অভিযোগ আনা হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply