করোনায় ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার মৃত্যু

|

বিশ্বে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার মানুষের মৃত্যু হলো করোনাভাইরাসে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ৬০ লাখ ৬৬ হাজার।

রোববার(১৩ মার্চ) ১৩ লাখ ২৬ হাজারের বেশি মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হয় সংক্রমণ। এদিন সর্বোচ্চ সাড়ে তিন লাখ করোনা শনাক্ত হয় দক্ষিণ কোরিয়ায়। এরপরই ছিল জার্মানির অবস্থান। দেশটির সোয়া দুই লাখ মানুষ নমুনা পরীক্ষায় পান পজেটিভ ফলাফল।

এছাড়া এক লাখ ৬৭ হাজার সংক্রমণ শনাক্ত হয় ভিয়েতনামে। ইউরোপ, ভারত এবং মার্কিন মূলুকে কমে এসেছে প্রাণহানি ও সংক্রমণ। রোববার সর্বোচ্চ ৫৯৬ জনের মৃত্যু দেখেছে রাশিয়া। তাছাড়া মেক্সিকো-ইন্দোনেশিয়া ও কোরিয়ায় দুই শতাধিক মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত ৪৫ কোটি ৮৫ লাখের ওপর সংক্রমণ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply