বরখাস্ত হলেন শেখ রাসেলের কোচ ও ম্যানেজার

|

চাকরি হারিয়েছেন শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে দলের বাজে পারফর্মেন্সের খেসারত দিতে হলো শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ সাইফুল বারী টিটু ও ম্যানেজার ওয়াসিম ইকবালকে। চলমান লিগে ১২ দলের মধ্যে ১১তম স্থানে থাকায় ব্যর্থতার কারণ দেখিয়ে তাদের বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

শেষ ৫ ম্যাচের ৫টিতেই হেরে টেবিলের তলানীতে নেমে গেছে কোটি টাকার দল শেখ রাসেল। এমনকি শেষ দুই ম্যাচে উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধার কাছেও বিধ্বস্ত হতে হয় তাদের। এর ব্যাখ্যা চাওয়া হলে ক্লাবকে তা জানাতে ব্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন তারা, এমনটি জানিয়েছেন শেখ রাসেলের ডিরেক্টর অব স্পোর্টস সালেহ জামান সেলিম। পারফরম্যান্সের কারণে কোচ আর দায়িত্বে অবহেলার কারণে ম্যানেজারকে বরখাস্ত করা হয় বলে জানান তিনি।

আপাতত শেখ রাসেলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। তবে খুব দ্রুতই বিদেশি কোচসহ নতুন ফুটবলার দলে আনা হবে বলে জানান সালেহ জামান সেলিম।

আরও পড়ুন: ঢাকা প্রিমিয়ার লিগ: শুরুর আগেই বিতর্ক

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply