কুমিল্লায় চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আটক ১

|

চাঁদাবাজি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা নগরীতে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় পিস্তলসহ একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ মার্চ) চকবাজার সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় রাশেদ ও রবিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে দুই পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ৬ জন।

এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ করে দেন অনেকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই রাতেই ঘটনায় জড়িত গর্জনখোলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ সৈয়দুজ্জামান সজিব নামের এক যুবককে আটক করে পুলিশ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply