জলবায়ু চুক্তি: জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নোটিশ

|

ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার লক্ষ্যে জাতিসংঘে প্রথম আনুষ্ঠানিক বার্তা পাঠালো যুক্তরাষ্ট্র।শুক্রবার সংস্থাটিতে লিখিত নোটিশ পাঠায় মার্কিন প্রশাসন।

তবে জাতিসংঘে নোটিশ পাঠানো হলেও এ ইস্যুতে আলোচনা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয়া হয় হয়েছে ট্রাম্প সরকারের পক্ষ থেকে।

জলবায়ু চুক্তি থেকে সরে আসা তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি হলেও প্রেসিডেন্ট হওয়ার পর গত জুন মাসে এ ব্যাপারে প্রথম মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প।

চুক্তি অনুযায়ী, ২০১৯ সালের আগে এ ধরণে নোটিশ পাঠানোর কোন সুযোগ নেই। অবশ্য প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার প্রক্রিয়া সম্পন্ন হতে ২০২০ সাল পেরিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির মধ্যে রাখার বাধ্যবাধকতা আরোপ করে ২০১৫ সালে বৈশ্বিক জলবায়ু চুক্তিতে সম্মত হন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্র তখন চুক্তির পক্ষে সম্মুখভাগে থাকলেও বর্তমান প্রেসিডেন্ট চুক্তিটি থেকে সরে যেতে চান।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply