ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশ শান্তির পক্ষে ভোট দিয়েছে। এতে রাশিয়ার সাথে সম্পর্ক ও চলমান প্রকল্পগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শনিবার (২৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, শান্তির পক্ষে ভোট দেয়ায় ছোটখাটো আন্তর্জাতিক চাপ এলে তা সামলানো যাবে। ইউক্রেনের পক্ষে ভোটে রাশিয়ার যে বিনিয়োগ আছে তাতে কোনো প্রভাব পড়বে না।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশ যুদ্ধের বিপক্ষে। ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের লজ্জা পাওয়া ও ক্ষমা চাওয়া উচিৎ বলেও মনে করেন তিনি।
আরও পড়ুন- পরকীয়ায় পথের কাটা শিশু সন্তান! গলাকেটে হত্যাচেষ্টা মায়ের
এনবি/
Leave a reply