অবশেষে দেশে এলো সার্বিয়ার রাস্তায় মৃত পড়ে থাকা বাদলের মরদেহ

|

শেষমেষ দেশে আনা গেলো সার্বিয়ার রাস্তায় মৃত পড়ে থাকা মানবপাচারের শিকার বাদল খন্দকারের মরদেহ। শনিবার (১৬ এপ্রিল) রাতে ৯টার কিছু পরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার লাশ বহনকারী বিমানটি। পাচারকারীদের খপ্পড়ে সার্বিয়া থেকে ইতালি পাড়ি দেয়ার পথে মারা যান বাদল। রাস্তায় বেওয়ারিশ পড়ে ছিল তার মরদেহ।

২০২১ সালের ১৭ নভেম্বর ভুয়া রিক্রুটিং এজেন্সি নূরজাহান রিক্রুটিংয়ের খপ্পরে পড়ে ৬ লাখ টাকায় সার্বিয়া পাড়ি জমান বাদল। যে কোম্পানিতে কাজে যোগ দেয়ার কথা ছিল, গিয়ে দেখেন সে কোম্পানির অস্তিত্বই নেই। ৫ মাস হতাশা ও ক্ষুধার জ্বালায় দিগ্বিদিক ঘুরে ফিরে শেষমেষ ইতালি ঢুকতে গিয়ে পথেই মারা যান বাদল।

এরই মধ্যে সাভার থানায় ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচার মামলা করেছে বাদলের পরিবার। মৃত্যুর কারণ হার্ট এটাক বলা হলেও, পরিবারের অভিযোগ, মানবপাচারের শিকার হয়েই প্রাণ গেছে অসহায় বাদলের।

নানান ঝক্কি ঝামেলা শেষ করে অবশেষে বাদলের লাশ ফিরলো নিজ দেশে। রোববার মানিকগঞ্জের সিংগাইরে দাফন হবে বাদলের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply