ঈদে পাবনার ৩৭৩টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই

|

পাবনা জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

পাবনা প্রতিনিধি:

মুজিববর্ষ উপলক্ষে এবং ঈদ উপহার হিসেবে পাবনার ৩৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক রাসেল হোসেন এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, তৃতীয় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পাবনায় ৯ উপজেলা ৩৭৩টি ঘর হস্তান্তর করা হবে। পাবনায় মোট ৬৫৪টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। অবশিষ্ট ঘর জুনের মধ্যেই সম্পন্ন হবে।

এর আগে পাবনায় দুই পর্বে ১ হাজার ৪২৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে এই ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply