মস্কোর একগুঁয়েমিতেই পুতিনের সাথে আলোচনার সুযোগ কমছে: জেলেনস্কি

|

মস্কোর একগুঁয়েমির কারণেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার সুযোগ কমছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি। খবর অ্যাসোসিয়েট প্রেসের।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে দেয়া বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া আলোচনার দিনেও অব্যাহত রেখেছে হামলা-বর্বরতা। ফলে আলোচনার জন্য প্রয়োজনীয় বিশ্বাস ও আস্থার ঘাটতি হচ্ছে।


জেলেনস্কি বলেন, মস্কো যদি আজ এক ধরনের প্রতিশ্রুতি দেয় তো কাল তার বিপরীত কাজ করে। তারা বলেছিলো বন্দি বিনিময়ের মাধ্যমে হামলা বন্ধ করবে। কিন্তু বাস্তবের চিত্র একেবারেই উল্টো। বুশা এবং মারিওপোলে রুশ বাহিনী যে বর্বরতা চালিয়েছে তা নজিরবিহীন। এভাবে চললে রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনা সম্ভব না। অথচ সংঘাত বন্ধের জন্য এটা খুবই জরুরি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply