মালয়েশিয়ায় ৪ বাংলাদেশিসহ ১৪৩ অবৈধ অভিবাসী আটক

|

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার পেরাকের জলসীমা থেকে ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে,
শনিবার (৩০ এপ্রিল) কালুম্পাং বালির টিলায় নৌকা আটকে যাওয়ার পর কুয়ালা কুরাউ এলাকায় রোহিঙ্গাসহ মিয়ানমার থেকে নৌকায় করে আসা ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৪ বাংলাদেশি ও ৫ মিয়ানমারের নাগরিক রয়েছে। এদের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৬৮ জন নারী রয়েছেন। পাশাপাশি এদের ভেতর পাঁচ বছর বয়সী শিশুও রয়েছে এবং বাকিদের বয়স ৪০ এর মধ্যে বলে জানা গেছে।

পেরাক পুলিশ প্রধান দাতুক মিওর ফরিদালাথ্রাশ ওয়াহিদ জানান, উপকূল থেকে ৬ নটিক্যাল মাইল দূরে নৌকায় থাকা ৮৭ জনকে আটক করা হয়েছে এবং বাকিরা পালানোর চেষ্টা করার সময় তাদের আটক করা হয়েছে। অবৈধদের ধরতে অভিযানটি সকাল ৭টা থেকে দুপুর ১২.৩০টার মধ্যে পরিচালিত হয়েছিল বলে জানান রাজ্যের পুলিশ প্রধান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply