মে মাসের শেষে কিয়েভে পুনরায় দূতাবাস চালু করতে পারে যুক্তরাষ্ট্র

|

যদি সব কিছু ঠিক থাকে, তবে চলতি মাসের শেষের দিকে ইউক্রেনের কিয়েভে পুনরায় যুক্তরাষ্ট্রের দূতাবাস চালু হতে পারে বলে জানিয়েছে দেশটিতে মার্কিন দূতাবাসের দায়িত্বরত চার্জ দ্য অ্যাফেয়ার্স। খবর এনডিটিভির।

এক সংবাদ সম্মেলনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, আমরা সব সময় আমাদের নিরাপত্তা কর্মীদের কথা শুনে থাকি। তারা যখন আমাদের ফিরে যেতে বলবে, আমরা তখন কিয়েভে ফিরে যাব।

কিছু পশ্চিমা দেশ ইতোমধ্যেই কিয়েভে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। যুদ্ধের প্রধান ক্ষেত্র কিয়েভ থেকে সরে গিয়ে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের দিকে চলে গেলে দূতাবাসগুলো চালু হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করার প্রায় দুই সপ্তাহ আগে মার্কিন কূটনীতিকরা কিয়েভ দূতাবাস ত্যাগ করেছিলেন। মার্কিন দূতাবাস প্রথমে ইউক্রেনের পশিমাঞ্চলে সরিয়ে নেয়া হলেও পরে তা পোল্যান্ডে স্থানান্তর করে যুক্তরাষ্ট্র।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply